বিচিত্র দেশ এই ভারত। যখন গ্রীষ্মের প্রহর গুনছে পশ্চিমবঙ্গের বাসিন্দারা, তখন কাশ্মীরে প্রবল তুষারপাত। কাশ্মীরের সোনমার্গ ঢাকা পড়েছে পুরু বরফের চাদরে। সঙ্গে ব্যাপক শৈত্যপ্রবাহ চলছে। বরফের জেরে সোনমার্গের রাস্তায় আটকে গিয়েছে বহু গাড়ি। শুধু সোনমার্গ নয়, গোটা কাশ্মীর উপত্যকাই বরফের চাদরে ঢাকা পড়েছে। শ্রীনগরে আজ সকালে সাড়ে ৮টায় তাপমাত্রা ছিল মাইনাস ৬ ডিগ্রি।