হিমাচল প্রদেশে বেশ কিছুদিন ধরেই তুষারপাত হচ্ছে। বরফে মুড়ে গেছে, বাড়ি-ঘর, রাস্তা। অবরুদ্ধ হয়ে পড়েছে যানবাহন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হিমাচল প্রদেশে লাহৌল স্পিতি জেলার মিয়ার উপত্যকায় পুরু বরফে রাস্তা ঢেকে গেছে। বোঝার উপায় নেই রাস্তা কোনটা। এবার রাস্তা পরিষ্কারে নামল প্রশাসন। ধীরে ধীরে বরফ সরিয়ে রাস্তা পরিষ্কার চলছে।