এই কংগ্রেসীরা নির্লজ্জভাবে দুর্নীতি বাঁচাও আন্দোলন চালাতে শুরু করে। আগে তারা আমাদের জিজ্ঞাসা করছিল আমরা কেন ব্যবস্থা নিচ্ছি না। এখন জেলে গেলে একসঙ্গে ছবি দেখাচ্ছেন। এখানেই প্রশ্ন উঠেছে তদন্ত সংস্থা নিয়ে। AAP একটি কেলেঙ্কারি করে, কংগ্রেস AAP এর বিরুদ্ধে অভিযোগ করে এবং যদি ব্যবস্থা নেওয়া হয়, তখন মোদীই অপরাধী।