কর্ণাটকের শিরুর একটি টোল প্লাজায় দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় মারা যান তিন জন। অ্যাম্বুলেন্সটি হোন্নাভারা থেকে উদুপি জেলার কুন্দাপুর যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটির যাওয়ার জন্য ব্যারিকেড সরিয়ে রাস্তা পরিষ্কার করছিলেন টোল প্লাজার কর্মীরা। সেই সময় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে টোল বুথে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যায় দুজন। একজনকে মারা যায় হাসপাতালে। উডুপি পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অ্যাম্বুলেন্সটি বেসরকারি হাসপাতালে। CCTV-তে এই মর্মান্তিক ঘটনার ছবি উঠেছে।