তৃতীয়বার সফল অবতরণ করল পুষ্পক। পুষ্পক পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান। মহাকাশ বিজ্ঞানের ভাষায় ‘রিইউজেবল লঞ্চ ভেহিকেল।' ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তৈরি করেছেন‘পুষ্পক।’ ল্যান্ডিং এক্সপেরিমেন্ট (LEX-03) সিরিজের তৃতীয় এবং শেষ পরীক্ষাটি কর্ণাটকের চিত্রদুর্গার অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জে (ATR) 07:10 1ST-এ পরিচালিত হয়েছিল। ভারতীয় বায়ুসেনার চিনুক হেলিকপ্টার থেকে ৪.৫ কিলোমিটার উচ্চতায় ছেড়ে দেওয়া হয়েছিল এই মহাকাশ যানকে। ইসরোর (ISRO) এই মহাকাশ যানটি পুনঃব্যবহারযোগ্য। একবার এটি মহাকশে পাঠিয়ে ফের পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে। এতে মহাকাশ অভিযানের খরচও কমবে এবং মহাকাশ বর্জ্যের পরিমাণও কমবে।