দিল্লি-এনসিআর-এ বেওয়ারিশ কুকুরের সংখ্যা বাড়ছে। এই পথকুকুরদের আতঙ্কে অতিষ্ট জনগণ। কুকুরের কামড় থেকে জলাতঙ্কে মৃত্যুও বেড়েছে। সুপ্রিম কোর্ট এটিকে ‘অত্যন্ত গুরুতর’ সমস্যা বলে চিহ্নিত করেছে। রাজধানী ও আশপাশের রাজ্য সরকারকে আট সপ্তাহের মধ্যে সব কুকুরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়ে নির্বীজকরণ ও টিকা দেওযার নির্দেশও দিয়েছে।