৯ মাস মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরলেন নাসার মহাকাশযাত্রী সুনিতা উইলিয়ামস ও বুচ বিলমোর। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর সাড়ে ৩টেয় স্পেস এক্সের ক্যাপসুলে করে পৃথিবীর মাটি ছুলেন তাঁরা। চাঁদের দেশে ফেরার আনন্দে মেতে রয়েছে কোটায় বিশ্ব। তবে ঘরের মেয়ের ফেরার আনন্দে ইতিমধ্যে সেজে উঠেছে গুজরাতের মেহসানা জেলার ঝুলসন গ্রাম। সারা রাত ধরে চলল পুজো-যোজ্ঞ। বুধবার সকালে মেয়েকে স্বাগত জানাতে গোটা গ্রামে নতুন করে পালন করা হবে দীপাবলিও।