শুক্রবার দিল্লির পথকুকুরদের নিয়ে আগের রায় বদল করল সুপ্রিম কোর্ট। এর আগের রায় স্থগিত রাখা হল। শীর্ষ আদালত জানাল, যেখান থেকে কুকুরদের নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে ফিরিয়ে দিয়ে যেতে হবে। তবে ব়্যাবিস আক্রান্ত কুকুরদের ছাড়া যাবে না। সেই সঙ্গে আগ্রাসী স্বভাবের কুকুরদেরও রেখে দিতে হবে পশুকেন্দ্রে। রায়ের এই অংশ নিয়েই প্রশ্ন তুললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী।