আজ চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী, রাম নবমী। এই দিনে ভগবান শ্রী রামের জন্মোৎসব উপলক্ষে অযোধ্যা রূপ নিয়েছে এক ঐশ্বরিক তীর্থভূমিতে। এবারের রাম নবমী উদযাপন বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরে দ্বিতীয় রাম জন্মোৎসব। শহরের প্রতিটি মন্দির সুসজ্জিত, ভক্তদের ভিড়ে মুখরিত গোটা রামনগরী।