নিয়োগ, রেশন থেকে শুরু করে রাজ্যের একাধিক দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মূলত ইডি অফিসারদের জেরায় ও তদন্তের জাঁতাকলে পড়ে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক-সহ একাধিক প্রাক্তন ও বর্তমান মন্ত্রী। জেলে গিয়েছেন শাসকদলের বেশ কয়েকজন বিধায়কও। এরই মধ্যে একজন ইডি অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল। এক সরকারি কর্মচারীর কাছ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই ইডি অফিসারকে। ধৃত ইডি অফিসারের নাম অঙ্কিত তিওয়ারি। ওই ইডি অফিসারকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য ভিজিল্যান্স এবং দুর্নীতি দমন সংস্থা গ্রেফতার করেছে তাঁকে। ১৫ ডিসেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে।