প্রাক্তন ক্রিকেটার কপিল দেব এবং বিজেপি নেতা এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার সঙ্গে গল্ফ খেলছেন কপিল দেব। জামশেদপুরে এমন ছবি দেখা গেল। টাটা স্টিল ট্যুর চ্যাম্পিয়নশিপ ২০২৪ উদ্বোধন করার সময় গল্ফ খেলায় মজলেন প্রাক্তন ক্রিকেটার কপিল দেব। তিনি বলেন, 'এটা টাটা শহর। আমি আজ এখানে গল্ফ খেলার জন্য এসেছি। এই শহরে অনেকবার ক্রিকেট খেলেছি। গল্ফের প্রতি মানুষের আগ্রহ দেখে ভালো লাগলো।'