দিল্লির লালকেল্লার কাছে ১০ নভেম্বরের আত্মঘাতী বিস্ফোরণের আগে হামলাকারী ডাক্তার ও জঙ্গি ওমর নবির নতুন একটি ভিডিও সামনে এসেছে। এতে তাঁকে নিজের পরিকল্পিত হামলাকে ন্যায্যতা দিতে ও “শহাদত” বলে দাবি করতে দেখা যায়। তদন্তে জানা যাচ্ছে, বিস্ফোরণে ১৫ জন নিহত হওয়ার আগেই সে এই ভিডিও রেকর্ড করে। নতুন সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে, ক্যামেরার সামনে বসে হামলার দায় স্বীকার করছে। নিরাপত্তা সংস্থাগুলির মতে, এই ভিডিও জইশ-ই-মহম্মদ ও পাকিস্তানের আইএসআই-এর কৌশল। কাশ্মীরে নতুন জঙ্গি নিয়োগে উস্কানি দেওয়ার উদ্দেশ্যেই এমন প্রচার ছড়ানো হচ্ছে।