ভারী বৃষ্টিপাতের জেরে জলমগ্ন বাণিজ্য নগরী ৷ সোমবার মুম্বইয়ের সেন্ট্রাল রেলওয়ের হারবার লাইনে ভাদালা রোড এবং ছত্রপতি শিবাজি টার্মিনাসের মধ্যে সকাল সাড়ে 10টা থেকে শহরতলির ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷ একই সঙ্গে মহানগরীর বেশ কয়েকটি এলাকা থেকে জল জমে থাকার খবর পাওয়া গিয়েছে। বৃহন্মুম্বই পুর কর্পোরেশন (বিএমসি) সূত্রে খবর, শহরের দক্ষিণ প্রান্তে ন্য়ারিম্যান পয়েন্ট ফায়ার স্টেশনে (104 মিমি) সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৷ এরপর সকাল ন'টা থেকে সকাল 10টার মধ্যে 'এ ওয়ার্ড' অফিস (৮৬ মিমি), কোলাবা পাম্পিং স্টেশন (৮৩ মিমি) এবং পুর সদর অফিস এলাকায় (৮০ মিমি) বৃষ্টি রেকর্ড হয়েছে।