লখনউয়ের এক দুধ বিক্রেতার সিসিটিভির ভিডিও ঘিরে বিতর্ক। এফআইআর দায়ের করা হয়েছে। ওই দুধ বিক্রেতার নাম পাপ্পু ওরফে মহম্মদ শরীফ। অভিযোগ, ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে ইচ্ছাকৃতভাবে দুধে থুতু দিয়েছেন। এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হিন্দু সংগঠনগুলিও। লভ শুক্লা নামে এক ব্যক্তি দাবি করেছেন, তাঁর বাড়িতে দুধ দিতে এসে এই কাণ্ড ঘটিয়েছেন। এই দুধ তিনি মন্দিরে দেন। দেখুন পুরো রিপোর্ট।