বিরোধীরা যখন মণিপুর নিয়ে মোদী সরকারকে প্রশ্নের মুখে ফেলছে, তখন বিজেপি বার বার রাজস্থান, বাংলা ও ছত্তিশগড়ের প্রসঙ্গ তুলছে। সোমবার বিরোধীরা যখন সংসদে মণিপুর পরিস্থিতি নিয়ে ধর্না দিচ্ছেন, তখন দেখা যায় বিজেপি সাংসদরা রাজস্থানে নারী নির্যাতন ইস্যুতে গান্ধী মূর্তির তলায় স্লোগান তুলছেন। বাংলাতেও মহিলাদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে সমালোচনা করে রাজ্য বিজেপি সোশাল মিডিয়া ভরিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে সোমবার সংসদ চত্বরে দাঁড়িয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মণিপুর থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা হচ্ছে। মণিপুরের কথা বললেই রাজস্থান, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গের কথা বলা হচ্ছে।