পহেলগাঁও-কাণ্ডের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কাশ্মীর। ভূস্বর্গের প্রকৃতিকে উপভোগ করছেন পর্যটকরা। নিরাপত্তাও আঁটোসাঁটো। ডাল লেকে চলছে শিকারা। এক পর্যটক বললেন,'বেঙ্গালুরু থেকে এসেছি। কোনও সমস্যা নেই এখানে। আমরা প্ল্যান বাতিল করিনি'।