উত্তপ্ত শ্রীনগর। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালাল দুষ্কৃতীরা। ফের একবার জঙ্গি হামলার মুখে পরিযায়ীরা। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। বুধবার সন্ধে সাতটা নাগাদ শ্রীনগরের শহিদ গুঞ্জ এলাকার শাল্লা কাদাল অঞ্চলে দুজনেক উপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের । আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা AK 47 দিয়ে জঙ্গিরা হামলা করে। জঙ্গিদের ধরতে গোটা এলাকা ঘিরে চিরুনী তল্লাশি চলছে। যাঁর মৃত্যু হয়েছে তিনি পাঞ্জাবের বাসিন্দা। জঙ্গিরা কেন হামলা চালিয়েছে, তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধে সাতটা নাগাদ শ্রীনগরের শহিদ গুঞ্জ এলাকার শাল্লা কাদাল অঞ্চলে দুই যুবকের উপরে হামলা করে অজ্ঞাত পরিচয় জঙ্গিরা।