স্কুলের মধ্যে জোর করে ধর্মান্তকরণের অভিযোগ। নমাজ পাঠ করানো হচ্ছে পড়ুয়াদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে একটি সরকারি স্কুলে। পরিস্থিতি এমনই যে গুরুতর অভিযোগের খবর পেয়েই রাতারাতি সাসপেন্ড করা হয়েছে দুই শিক্ষককে। এই শিক্ষকদের বিরুদ্ধে জোর করে ধর্মান্তকরণের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এবার আসুন জেনে নিই, ঘটনাটি ঠিক কী হয়েছে? একটি সরকারি স্কুলের তিন শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছিল স্থানীয় একটি হিন্দু সংগঠন।