বাজেট অধিবেশনের শুরুতে ভাষণে বিদেশি ইন্ধন নিয়ে কংগ্রেস সহ বিরোধীদের খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, ১০ বছরের মধ্যে এই প্রথম বাজেট অধিবেশন হতে চলেছে, যেখানে কোনও বিদেশি ইন্ধন নেই। মোদীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় পাল্টা কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। বললেন, 'কিছু তো বলতে হবে, বলে দিয়েছেন উনি। এই সব বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। জনতার ইস্যুতে কথা বলতে চান না।'