রাত পোহালেই তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। তার আগে শুক্রবার সংসদে বাজেট অধিবেশনের সূচনা লগ্নে মা লক্ষ্মীর শরণাপন্ন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের গরিব ও মধ্যবিত্তদের জন্য মা লক্ষ্মীর আশীর্বাদ চাইলেন মোদী। মোদী বলেছেন, 'বাজেট অধিবেশনের সূচনায় সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীকে প্রণাম করছি...।' তারপরেই বলেছেন, 'মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করছি, যাতে দেশের গরিব ও মধ্যবিত্তদের উপর মায়ের বিশেষ কৃপা থাকে।'