বিধানসভা চত্বরে পানমশলা ও গুটকা চিবানো যাবে না। বুধবার এমন নির্দেশ দিলেন উত্তরপ্রদেশ বিধানসভা স্পিকার সতীশ মহানা। তাঁর বক্তব্য, বিধানসভা চত্বরে কাউকে পানমশলা ও গুটকা খাওয়া যাবে না। ধরা পড়লে ১০০০ টাকা জরিমানা দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে।