ভারতের UPI এবার গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে। মানে এবার থেকে বাইরে যদি ঘুড়তে যান তাহলে আর আপনাকে কিভাবে টাকা দেবেন তা নিয়ে একেবারেই চিন্তা করতে হবে না। ফ্রান্সের পর শ্রীলঙ্কা ও মরিশাসে চালু হল ভারতের ইউপিআই পরিষেবা। সোমবার এক বিশেষ বৈঠকের মাধ্যমে এই পরিষেবা চালু করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জগন্নাথ এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে।