আমেরিকা এখন বিভিন্ন ক্ষেত্রে নতুন শর্তাবলী নির্ধারিক করছে। এক একটি দেশের সঙ্গে এক একরকম ভাবে আচরণ করছে। আলাদা আলাদা শর্ত চাপাচ্ছে। ওরা দীর্ঘদিন ধরে নিজের নিয়মেই সবটা পরিচালনের চেষ্টা করে যায়। আর এখনও সেটাই করে চলেছে। বাণিজ্যচুক্তি নিয়ে জটিলতার মধ্যেই নাম না করে US President Donald Trump কে খোঁচা দিলেন S Jaishankar ।