উত্তরাখণ্ডের চামোলি জেলায় ভয়াবহ বৃষ্টি। নদী উপচে রীতিমতো হড়পা বানের মতো পরিস্থিতি তৈরি হয় বদ্রীনাথ সড়কের কাছে। তারই এক ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে চারচাকা গাড়িকেও খেলনার মতো টেনে নিয়ে যাচ্ছে জলের প্রবল স্রোত।