বিবাহিত মহিলাকে এবার তার লিভ-ইন-পার্টনারের সঙ্গে থাকার অনুমতি উত্তরাখণ্ড হাইকোর্ট দিল। আজ থেকে 11 বছর আগে বিয়ে হয়েছিল উত্তরাখণ্ডের এক দম্পতির। কিন্তু গত বছর স্ত্রী এক কাণ্ড ঘটিয়ে বসেন। 10 বছরের ছেলে ও 6 বছরের মেয়েকে ফেলে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী। এরপরই স্ত্রী কে ফিরিয়ে আনতে উত্তরাখণ্ড আদালতের দ্বারস্থ হন পেশায় জিম ট্রেনার স্বামী। ওই মামলায় পালিয়ে যাওয়া স্ত্রীকে তলব করা হয়। তিনি আদালতে হাজির হয়ে জানান যে তাকে কেউ তুলে নিয়ে যায়নি। স্বেচ্ছায় তিনি তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। এর পিছনের কারণও বলেন মহিলা। তাঁর অভিযোগ ছিল তার স্বামী নাকি তার সঙ্গে দুর্বব্যবহার করতেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় ওই যুবকের সঙ্গে।