বর্ষা ঢুকতেই পাহাড়ে একের পর এক ধসের ঘটনা ঘটছে। উত্তরাখণ্ডের চামোলিতে বদ্রীনাথ জাতীয় সড়কে বুধবার ব্যাপক ভূমিধস হয়। বিরাট বড় পাহাড়ের চাঁই নেমে আসে নিচে। কয়েক ঘণ্টার জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল। একটি ভিডিওতে দেখানো যায় পাহাড়ের একটি বিশাল অংশ রাস্তার উপর ভেঙে পড়েছে।