বরফে ঢাকা পড়েছে কাশ্মীর উপত্যকা। প্রবল তুষারপাত হচ্ছে ভূস্বর্গে। তার মাঝখান দিয়েই ছুটে চলেছে বন্দে ভারত ট্রেন। কাটরা থেকে শ্রীনগর রুটে ছুটছে এই ট্রেন। সেই ভিডিও ভাইরল।