বারাণসীতে মাত্র ২ ঘন্টার বৃষ্টিতেই বেহাল দশা। প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রে ২০টিরও বেশি জায়গা জলমগ্ন। লুক্সা, গোদোলিয়া চক, মদনপুরা এবং মাইদাগিনের মতো এলাকা জলমগ্ন। ব্যাহত হয়েছে যান চলাচলও।