কর্নেল সোফিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্যে জন্য ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। তবে তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলায় এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বিজয় শাহ জানিয়েছিলেন,'বোন সোফিয়া জাতি-ধর্মের ঊর্ধ্বে উঠে দেশের সেবা করেছেন এবং সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দিয়েছেন। আমি তাঁকে স্যালুট জানাই'।