একেই বোধহয় বলে নৃশংস উল্লাস! ভারী বৃষ্টিতে লখনউ শহরে একাধিক রাস্তায় কোমর পর্যন্ত জল জমে গিয়েছে। সেই জল ঠেলে রাস্তা পেরাচ্ছেন সাধারণ মানুষ। তেমনই এক মহিলা বাইকআরোহী কোমর পর্যন্ত জলে কোনও রকমে বাইকটি চালিয়ে যাচ্ছেন। কিছু মানুষ সেই ওই যুবতীকে জলে নামানোর উন্মত্ত খেলায় মেতেছে। ওই উল্লাসরত মানুষগুলোর দৌরাত্ম্যে শেষমেশ স্কুটার থেমে নেমে হাঁটতে শুরু করলেন কোমর পর্যন্ত জলেই। কিন্তু তাতেও যেন নৃশংসতা কমছে না। কেউ স্কুটার ফেলে দিচ্ছে জলে, তো কেউ ওই যুবতীকে জলে ডোবানোর চেষ্টা করছে। সে এক পৈশাচিক উল্লাস। দেখুন।