কেরলের ওয়েনাডে প্রকৃতির ধ্বংসযজ্ঞ। বৃষ্টির পর ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখনও পর্যন্ত, ১৪৩ জনের(প্রতিবেদন লেখার সময়) মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। ৯০ জনেরও বেশি নিখোঁজ। এনডিআরএফ, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ থেকে প্রচুর মানুষকে উদ্ধার করেছেন। ১২৮ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ওয়ানাডে আবহাওয়া এখনও বেশ খারাপ। ভারী বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আর এই আবহাওয়ার কারণে উদ্ধারকারী দলকে বেশ অসুবিধায় পড়তে হচ্ছে। এই মর্মান্তিক ঘটনার পর কেরল সরকার দু'দিনের শোক দিবসের ঘোষণা করেছে।