Ghaziabad র একটি অভিাত বাংলোয় ভুয়ো দূতাবাস খুলে রেখে দিব্যি চলছিল প্রতারণা। কিছুদিন আগেই সেই প্রতারণার পর্দাফাঁস করে পুলিশ। এবার সামনে এল মূল অভিযুক্ত হর্ষবর্ধন জৈনের সম্পত্তির পরিমাণ। এই বিপুল পরিমাণ সম্পত্তির কথা শুনলে রীতিমতো পিলে চমকে যাবে আপনার। জানা গিয়েছে তিনি এক দশক ধরে ১৬২টি বিদেশ ভ্রমণ করেছিলেন এবং ৩০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির সাথে তার যোগসূত্র থাকতে পারে । উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স(STF)-এর তদন্তে এই তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, ধৃত হর্ষবর্ধন জৈন ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে ১৯টি দেশে ভ্রমণ করেছেন। ৫৪ বার সংযুক্ত আরব আমিরশাহি এবং ২২ বার যুক্তরাজ্য ভ্রমণ করেছেন। কূটনৈতিক যোগাযোগের আড়ালে তিনি মরিশাস, ফ্রান্স, ক্যামেরুন এবং ইউরোপের একটি স্বঘোষিত ক্ষুদ্র রাষ্ট্র সেবোর্গা সহ অন্যান্য দেশেও উড়ে গিয়েছেন।