প্রধানমন্ত্রী মোদির স্বপ্নের প্রকল্প বন্দে ভারত এক্সপ্রেস। এই সুপারস্পিড ট্রেনটা এখন রেল ট্র্যাকে দৌড়ে বেরাচ্ছে। কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসের জার্নিটা যেমন সুখকর, তেমনই টিকিটটা কাটতে গেলে ছ্যাঁকা খেতে হয়। মানে দামটা বেশ অনকেটাই বেশি। কিন্তু এবার আপনার সাধ্যের মধ্যে আসতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস টিকিটের দাম। বেশ কিছু দিন ধরে এই ট্রেনের টিকিটের দাম নিয়ে অভিযোগ করছিলেন যাত্রীরা। তাঁদের মতে, অন্যান্য সুপারফাস্ট ট্রেনের তুলনায় বন্দে ভারতের ভাড়াটা অনেকটাই বেশি। মানে মাত্র কয়েক কিসোমিটার যেতে প্রায় তিন চারগুণ বেশি ভাড়া কেন দেব, এই প্রশ্নই উঠছিল। আর রেলমন্ত্রক তো এখন যাত্রীদের সুরক্ষা আর স্বাচ্ছন্দ্য নিয়ে একটু বেশিই খেয়াল রাখছে। তাই ভাড়া কমানো নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে ভারতীয় রেল। আপনি যদি টাকার হিসাব করেন, তবে দেখবেন রাজধানী এক্সপ্রেস বা শতাব্দী এক্সপ্রেসের যা টিকিটের দাম তার থেকে প্রায় 3 গুণ বেশি দাম বন্দে ভারত এক্সপ্রেসের টিকিটের। রেল মন্ত্রক বলছে, এই ট্রেনের ভাড়া পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত কমতে পারে। তবে ঠিক কতটা কমবে, সেই নিয়ে এখনও সরকারি তরফে কিছু জানানো হয়নি।