পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত জঙ্গিরা ধরা পড়েনি কেন? এই প্রশ্ন তুলে সিঁদুর-বিতর্কে যোগ দিতে দিল্লি গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাত্ সোমবার লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার জন্য ১৬ ঘণ্টার বিশেষ অধিবেশন। দিল্লির বিমান ধরার আগে কলকাতা বিমানবন্দরে অভিষেক জানান, দলের তরফে এই বিতর্কে অংশ নিয়ে বক্তৃতা করবেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তিনি বাংলাতেই বক্তব্য পেশ করবেন বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।