China যেভাবে দিনের পর দিন এগোচ্ছে তা দেখে চিন্তায় পড়েছে বিশ্বর সমস্ত দেশ। সম্প্রতি Japan India র কাছে গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব রেখেছে। আর সেই প্রস্তাব হল দু থেকে তিন হাজার কিলোমিটার পাল্লা বিশিষ্ট Long Range Missile System ডেভলপ করতে চাইছে। কিন্তু এরকম পরিস্থিতিতে কেন হঠাৎ ভারতের সঙ্গে এই চুক্তি করতে চিন্তাভাবনা করলো জাপান? প্রশ্নটা উঠছে।