হাতে আর মাত্র 4 দিন বাকি। তারপরই চাঁদের মাটিতেই ধ্বংস হয়ে যাবে চন্দ্রযান 3। আর ফেরা হবে না পৃথিবীতে। সূর্যের আলো থাকতে থাকতে সব কাজ সেরে নিতে চায় রোভার প্রজ্ঞান । চাঁদে ছদিন কেটে গেছে। এর মধ্যেই সালফার-সহ আরও কিছু খনিজের খোঁজ পেয়েছে প্রজ্ঞান। চাঁদের মাটিতে দাঁড়িয়ে ছবিও তুলেছে। চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রা পরীক্ষা করেছে। কাজ আরও বাকি। 14 দিন পরে চাঁদের দক্ষিণ পিঠে অন্ধকার নামবে, তখন আর কাজ করবে না বিক্রম ও রোভারের সোলার প্যানেলগুলি। আঠাশ দিন পর চাঁদ পৃথিবীর পূর্ণ চক্কর খেয়ে আসার পরে ফের সকাল হবে দক্ষিণ মেরুতে। ইসরোর তরফে প্রজ্ঞানের গতিবিধি এবং কাজকর্ম সম্পর্কে প্রায় প্রতি দিনই কিছু না কিছু তথ্য জানানো হচ্ছে। টুইটে নানা কথা ভাগ করে নিচ্ছে ইসরো। তাদের টুইটের ভিত্তিতে জানা যাচ্ছে, চাঁদে কী কী করছে বিক্রম আর প্রজ্ঞান।