চন্দ্রযানের পর এবার লক্ষ্য সূর্য। শনিবার প্রথম সূর্য অভিযানে পাড়ি জমাবে ইসরো। শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে। পৃথিবী থেকে 1.5 মিলিয়ন বা 15 লক্ষ কিলোমিটার দূরে সূর্যের শেষ অক্ষে পাঠানো হবে আদিত্য-এল1 মহাকাশযান। পিএসএলভি রকেটে করে এই মহাকাশযান পাঠানো হবে। সোলার করোনা বা সৌর করোনা এবং সৌর বায়ুর পরিস্থিতি পর্যবেক্ষণ করবে আদিত্য এল-1। কিন্তু সকলের মনের প্রশ্ন একটাই- সূর্যের গনগনে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে না তো আদিত্য এল-1?