প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এবার আকর্ষণের কেন্দ্রে হিমালয়ের দুর্গম পাহাড়ের অতন্দ্র প্রহরী টাট্টু ঘোড়া এবং দুই কুঁজবিশিষ্ট ব্যাক্ট্রিয়ান উট। দেশের সীমান্ত রক্ষায় কাজে লাগে এই দুই পশু। তাঁদের অবদানকে কুর্নিশ জানাতেই ভারতীয় সেনাবাহিনীর এই বিশেষ উদ্যোগ।