Advertisement

ধর্ম

Chhatpuja 2025: সন্তান লাভের জন্য দম্পতিরা ছট পুজোয় করুন এই ৪ উপায়ে, দারুণ উপকারী

Aajtak Bangla
Aajtak Bangla
  • 26 Oct 2025,
  • Updated 5:51 PM IST
  • 1/8

ছট পুজোর মহাপর্ব আগামীকাল থেকে শুরু হচ্ছে। ধর্মগ্রন্থে বলা হয়েছে, এটি সূর্যদেব ও ষষ্ঠী মায়ের পুজোর উৎসব। এই সময়ে শুধুমাত্র সূর্যদেব এবং ষষ্ঠী মায়ের পূজা করা হয়।

 

  • 2/8

ছট ব্রতের গুরুত্ব অত্যন্ত বেশি। এটি সন্তানের সুরক্ষা, সুখ, সমৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য করা হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে শুরু হয়ে সপ্তমী তিথিতে সূর্যোদয়ের পর শেষ হয়।

 

  • 3/8

২০২৫ সালে ছট পুজো ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে এবং ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। প্রথম দিনে স্নান ও খাওয়া হবে। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে খরনা। তৃতীয় দিনে সন্ধ্যায় অস্তগামী সূর্যকে অর্ঘ্য দেওয়া হবে। শেষ দিনে, অর্থাৎ ২৮ অক্টোবর, সকালে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেওয়া হবে।

 

  • 4/8

ছট পুজোর শুরু হয় স্নান এবং খাওয়ার মাধ্যমে। মহিলারা উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে ব্রত সম্পন্ন করেন। এই সময় কিছু বিশেষ প্রতিকারও রয়েছে, বিশেষ করে যারা সন্তান লাভ করতে পারছেন না।

 

  • 5/8

সন্তান লাভের জন্য প্রথম নিয়ম হল দণ্ড প্রণাম করে ছট ঘাটে যাওয়া। প্রথম অর্ঘ্যের দিনে, ব্রত পালনকারী মহিলাকে বাড়ি থেকে ছট ঘাট পর্যন্ত দণ্ড প্রণাম করতে করতে যাওয়া উচিত। সেখানে ভগবান সূর্যের কাছে সন্তান লাভের প্রার্থনা করা হয়।

 

  • 6/8

দ্বিতীয় নিয়ম হল সূর্যদেবকে তামার পাত্রে অর্ঘ্য দেওয়া। অস্তগামী সূর্যকে তামার পাত্রে অর্ঘ্য দেওয়ার পর পরের দিন সকালে জল দিয়ে অর্ঘ্য দিতে দিতে সন্তান প্রার্থনা করলে আশীর্বাদ পাওয়া যায়।

 

  • 7/8

ছট পুজোর সময় মহিলাদের নির্জলা ব্রত পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্জলা ব্রত প্রায় ৩৬ ঘণ্টার হয়। এমন ব্রত পালন করলে সন্তান লাভের আশীর্বাদ মেলে।

 

  • 8/8

এছাড়াও ছট পুজোর দিনে মহিলাদের লাল কাপড়ে গম ও গুড় বেঁধে গরিবদের দান করা উচিত। এমন দান করলে ব্রত পালনকারীর সমস্ত মনস্কামনা পূর্ণ হয়।

Advertisement
Advertisement