Advertisement

ধর্ম

Vishwakarma Puja 2025: ট্যাক্সি, বাস, ট্রেন থেকে বন্দুক, বিশ্বকর্মার কৃপা পেতে বঙ্গে উত্‍সব, ১০ ছবি রইল

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Sep 2025,
  • Updated 4:45 PM IST
  • 1/10

দেশজুড়ে চলছে বিশ্বকর্মাপুজো। বিশ্বকে নিজে হাতে গড়েছেন যে দেবতা। আপামর শিল্পী, ইঞ্জিনিয়ার, শ্রমিককূলের আরাধ্য দেবতা। হিন্দু পুরান অনুযায়ী, দেবস্থপতি বা দেবশিল্পী বলা হয় বিশ্বকর্মাকে। কারিগর, শিল্পী থেকে শুরু করে শিল্পক্ষেত্রের শ্রমিকরা তাঁকে দেবতা হিসেবে পুজো করেন।

  • 2/10

গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। রাজ্যের একটি বড় অংশে আজ ঘুড়ির মেলাও হয়। অর্থাত্‍ ঘুড়ি ওড়ানো হয়।
 

  • 3/10

কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বাস, ট্যাক্সি, গাড়ি, কারখানার যন্ত্রাংশ পুজো চলছে। পুরান অনুযায়ী, রাবণের লঙ্কার মহিমান্বিত নগরী থেকে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জড়িত ঐশ্বর্যময় দ্বারকার প্রাসাদ, সর্বত্রই দেবশিল্পী বিশ্বকর্মাকে দেবতুল্য স্থপতি আর অনন্য শিল্প প্রতিভার প্রতীক হিসেবে মানা হয়।
 

  • 4/10

আজকের এই উৎসবের তাৎপর্য শুধু পৌরাণিক কাহিনির মধ্যে সীমাবদ্ধ নয়। এর গভীরে লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের জীবনে শ্রম, নিষ্ঠা আর শিল্পকৌশলের প্রতি গভীর শ্রদ্ধা। 

  • 5/10

বিশ্বকর্মা পুজো হল সেই মুহূর্ত, যখন হাতুড়ি-করাত ধরা কারিগর থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা ইঞ্জিনিয়ার, সকলে একটু থেমে নিজেদের কাজের প্রতি সম্মান জানায় ও আত্মচিন্তায় মগ্ন হয়।
 

  • 6/10

এ দিন ভক্তরা আন্তরিকভাবে প্রার্থনা করেন এবং তাঁদের ব্যবহার্য যন্ত্রপাতিকে মালা আর পবিত্র সুতোর দিয়ে সাজিয়ে তোলেন। উদ্দেশ্য একটাই, কাজের সাফল্য বজায় থাকুক এবং যাতে কোনও বিপদ আপদ না আসে। বিশ্বকর্মা পুজো যেমন পৌরাণিক কাহিনির সঙ্গে যুক্ত, তেমনই আঞ্চলিক ঐতিহ্যের সঙ্গেও মিশে আছে। 
 

  • 7/10

১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা জয়ন্তী পালন করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনেই বিশ্বকর্মা তাঁর ঐশ্বর্যপূর্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন।
 

  • 8/10

নানা আচার অনুষ্ঠানে ভরে ওঠে কারখানা থেকে শুরু করে ট্রেন, বাস, গাড়ি। এতে প্রতিফলিত হয় আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীর যোগ।
 

  • 9/10

বিশ্বকর্মা পুজোর আসল মানে হল শিল্প আর কারিগরী কৃতিত্বকে স্বীকৃতি দেওয়া ও শ্রদ্ধা জানানো, সেই দক্ষতাকেই উদযাপন করা, যা আমাদের চারপাশের জগৎকে গড়ে তোলে। 
 

  • 10/10

এই দিনে সূর্য অস্ত যাওয়ার পরও বিশ্বকর্মার উত্তরাধিকার উজ্জ্বল হয়ে জ্বলতে থাকে। তাঁর কাহিনি মনে করিয়ে দেয় সৃষ্টিশীলতার শক্তি আর যাঁরা আমাদের চারপাশের জগৎ গড়ে তোলেন, তাঁদের সম্মান জানানোর প্রয়োজনীয়তা। বিশ্বকর্মা পুজো শুধু একটি উৎসব নয়, এটি সৃষ্টির শাশ্বত শিল্প আর কারিগরি দক্ষতার সঙ্গে দেবপ্রেরণার এক চিরন্তন নৃত্যকে শ্রদ্ধা জানানোর দিন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement