Advertisement

Akshaya Tritiya 2025 Timing- Fixture: কখন শুরু- কখন শেষ তৃতীয়া তিথি? জেনে নিন অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ নির্ঘণ্ট

Akshaya Tritiya Tithi Timing: সংস্কৃত অনুসারে 'অক্ষয়' শব্দের অর্থ হল 'যার কোনও ক্ষয়' নেই অর্থাৎ যা কখনও শেষ হয় না। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনও কাজ অক্ষয় থাকে। সেই সঙ্গে শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি। 

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Apr 2025,
  • अपडेटेड 11:43 AM IST

সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হয়। বিশ্বাস অনুযায়ী, যে কোনও কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। লক্ষ্মী- নারায়ণের আরাধনা এবং নতুন জিনিস কেনার জন্যও এই দিনটিকে সেরা মনে করা হয়। সংস্কৃত অনুসারে 'অক্ষয়' শব্দের অর্থ হল 'যার কোনও ক্ষয়' নেই অর্থাৎ যা কখনও শেষ হয় না। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনও কাজ অক্ষয় থাকে। সেই সঙ্গে শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি। 

অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ী লক্ষ্মী- গণেশ পুজোর আয়োজন করেন। অনেকে দোকানে এদিন হালখাতাও হয়। শুধু দোকান নয়, অনেকে বাড়িতেও পুজো করেন। এছাড়া বিভিন্ন মন্দিরে ভক্তেরা ভিড় জমান। বিশ্বাস করা হয় যে, এদিন সোনা কিনলে পরিবারে সুখ-সমৃদ্ধি ঘটে।      

অক্ষয় তৃতীয়ায়, এমন কাজ করুন যার জন্য আপনার পুণ্য দেবে। এদিন ঈশ্বরের উপাসনা, উপাসনা ও ধ্যান করুন। নিজের আচরণ মিষ্টি রাখুন। সম্ভব হলে কাউকে সাহায্য করুন। যারা আপনার দরজায় খালি হাতে আসে, তাদের দূরে সরিয়ে দেবেন না। তাদের অনুদান দিতে ভুলবেন না। অক্ষয় তৃতীয়ায় সোনা বা মূল্যবান জিনিস কেনাও শুভ বলে মনে করা হয়। যে ব্যক্তি এদিন উপবাস রাখে তার উচিত, সকালে ঘুম থেকে উঠে স্নান করে হলুদ রঙের জামাকাপড় পরা। বাড়িতে ভগবান বিষ্ণুর মূর্তি গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে তুলসী, হলুদ ফুল অর্পণ করুন। এরপর ধূপ ও ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে হলুদ আসনে বসান। এছাড়াও বিষ্ণু সহস্রনাম, বিষ্ণু চালিসা গ্রন্থ পাঠ করুন। অবশেষে, ভগবান বিষ্ণুর আরতি করুন। এর সঙ্গে, কোনও অভাবী ব্যক্তিকে দান বা খাবার সরবরাহ করতে পারলে তা খুব ভাল বলে বিবেচিত হয়।

Advertisement

আরও পড়ুন

অক্ষয় তৃতীয়া ২০২৫-র কবে পড়েছে?

আগামী ৩০ এপ্রিল (বাংলায় ১৬ বৈশাখ) অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে। 

তৃতীয়া তিথি কতক্ষণ থাকবে?

২৯ এপ্রিল সন্ধ্যা  ৮/২২/৫৪ থেকে ৩০ এপ্রিল সন্ধ্যা ৬/১০/৪৬ পর্যন্ত তৃতীয়া থাকবে।

সোনা কেনার শুভ সময়

আপনি যদি অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার পরিকল্পনা করে থাকেন, তবে সবচেয়ে শুভ সময় হল ৩০ এপ্রিল সকাল ৬:১১ থেকে দুপুর ২:১২ মিনিট পর্যন্ত। এছাড়া ২৯ এপ্রিল সোনা কিনতে চাইলে, বিকাল ৫:৩১ থেকে ৩০ এপ্রিল সকাল ৬:১১ মিনিট পর্যন্ত সময়ও শুভ। 

কেন অক্ষয় তৃতীয়ায় সোনার জিনিস কেনার এত গুরুত্ব?

সোনা পৃথিবীর মূল্যবান ধাতুগুলির মধ্যে একটি। সোনা সমৃদ্ধি ও সমৃদ্ধির প্রতিনিধিত্ব করে। জ্যোতিষশাস্ত্রে, সোনা অনেক গ্রহের সঙ্গে যুক্ত। তবে এটি মূলত দেবগুরু বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত। স্বর্ণ লাভজনক হলে তা একজন মানুষকে ধনী করে। তাই, অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে সোনার গয়না বা সোনার তৈরি জিনিস নিয়ে আসা শুভ।

কথিত আছে, এই অক্ষয় তৃতীয়া তিথিতে কেনা জিনিসের ফল চিরস্থায়ী হয়। বিশেষ করে এদিন সোনা কেনা খুবই শুভ।  বিশ্বাস অনুযায়ী, এদিন যারা সোনা ও রূপা কেনেন তারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান। কিন্তু সোনা- রুপোর মতো দামি জিনিস কেনা সবার নাগালের মধ্যে নেই। তাই আরও কিছু জিনিস বাড়িতে আনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং পরিবারে সুখ-সমৃদ্ধি ঘটে। সোনা- রুপো ছাড়াও এদিন মাটির পাত্র, গম, ধান (চাল), পুজোর সমগ্রী, বই বা তথ্যমূলক জিনিস, তুলসী গাছ, মাটির কলসী পারদের শিবলিঙ্গ, মা লক্ষ্মীর পাদুকা বাড়িতে আনতে পারেন। 


 

Read more!
Advertisement
Advertisement