Advertisement

Ambubachi 2024: অম্বুবাচীর সময় এই কাজগুলি করে দেখুন, ইচ্ছেপূরণ হতে দেরি হবে না

Ambubachi 2024: অম্বুবাচীর সময় সব কাজ কিন্তু করা যায় না। আবার এমনও অনেক কাজ আছে যা করা অত্যন্ত শুভ। এই সময়ে কোন কোন কাজ করবেন, আর কোন কাজ এড়িয়ে চলবেন জেনে রাখুন, নইলে বিপদ হতে পারে। আবার সঠিক নিয়ম না জানলে শুভযোগও হাতছাড়া হতে পারে। 

অম্বুবাচীর সময় যা যা করবেন না জেনে রাখুন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Jun 2024,
  • अपडेटेड 1:23 AM IST

Ambubachi 2024: হিন্দুধর্মে অম্বুবাচীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আষাঢ় মাসে পালিত হয় অম্বুবাচী। চলতি বছর অম্বুবাচীর শুরু হবে ৭ আষাঢ় অর্থাৎ ২২ জুন থেকে, যা শেষ হবে ২৬ জুন। ২২ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকবে। আবার ২৭ তারিখ থেকে ভক্তদের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে। এসময় কামাখ্যা মন্দিরের দ্বার কিন্তু বন্ধ থাকে। এই সময়ে মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়।

অম্বুবাচী ২০২৪-র দিনক্ষণ
অম্বুবাচী শুরুর পর তিন দিন চলে এই উৎসব। চলতি বছরে অম্বুবাচী প্রবৃত্তিঃ অর্থাৎ শুরু হবে ২২ জুন অর্থাৎ ৭ আষাঢ়,  এবং ২৫ জুন  অর্থাৎ ১০ আষাঢ় রাতে সমাপ্তি হবে।

অম্বুবাচীর সময় সব কাজ কিন্তু করা যায় না। আবার এমনও অনেক কাজ আছে যা করা অত্যন্ত শুভ। এই সময়ে কোন কোন কাজ করবেন, আর কোন কাজ এড়িয়ে চলবেন জেনে রাখুন, নইলে বিপদ হতে পারে। আবার সঠিক নিয়ম না জানলে শুভযোগও হাতছাড়া হতে পারে। 

মনের ইচ্ছা পূরণ করতে কী করবেন?
১. অম্বুবাচী চলাকালীন আপনি ব্রাহ্মণকে খাওয়ান। আপনার মনের ইচ্ছা পূরণ হবে।
২ অম্বুবাচীর সময় আপনি তিনজন দারিদ্র ব্যক্তিকে ফল দান করতে পারেন, যা কিন্তু অত্যন্ত শুভ।
৩.এ সময় আপনি বাড়ির উত্তর পূর্ব দিকে সাদা ফুলের গাছ লাগাতে পারেন।
৪.জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, অম্বুবাচীর সময় আপনি প্রত্যেকদিন আম, দুধ খেতে পারেন। যা খুব ভাল।
৫.অম্বুবাচী যারা পালন করেন তাদেরকে ফলাহার করবার জন্য অর্থ দান করতে পারেন। বা ফল দানও করতে পারেন।

কী কী কাজ কিছুতেই করবেন না?
১. এই সময় গৃহপ্রবেশ, বিবাহ বা অন্যান্য যেকোনও শুভ কাজ বর্জন করুন।
২. অম্বুবাচী সময় বাড়িতে কোনও বিশেষ ধরনের পুজো করবেন না।
৩. এই সময় জমি, বাড়ি, কেনা-বেচা বারণ।
৪. বলা হয়, অম্বুবাচীর সময় জমিতে হাল দেওয়া যাবে না।
৫. পুজো করবেন না। শুধু নিয়ম মেনে প্রদীপ ধুনো-ধূপ দেওয়া যাবে। তবে মন্ত্রোচ্চারণ করবেন না।
৬. অম্বুবাচীর সময় বিধবা মহিলারা কোনও গরম খাবার খেতে পারবেন না। আগে রান্না করে রাখবেন। ঠান্ডা খাবার খাবেন।
৭. এই সময়ে গাছ কাটবেন না।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement