Advertisement

Dhanteras 2023 Auspicious Timing For Puja- Shopping: ধনতেরাসে কেনাকাটার সবচেয়ে শুভ মুহূর্ত কোনটি? জানুন পুজোর সময়সূচি

Dhanteras 2023: দীপাবলির ঠিক দু'দিন আগে, ধনত্রয়োদশী কিংবা ধন্বন্তরি- ত্রয়োদশীই সংক্ষেপে ধনতেরাস। এই উৎসব দিয়েই আসলে সূচনা হয় প্রায় ৫ দিন ব্যাপী দীপাবলির উদযাপনের।

ধনতেরাস ২০২৩ ধনতেরাস ২০২৩
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Nov 2023,
  • अपडेटेड 5:25 PM IST

Dhanteras 2023 Auspicious Muhurat for Shopping: কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতেই হয় ধনতেরাস।দীপাবলির ঠিক দু'দিন আগে, ধনত্রয়োদশী কিংবা ধন্বন্তরি- ত্রয়োদশীই সংক্ষেপে ধনতেরাস। এই উৎসব দিয়েই আসলে সূচনা হয় প্রায় ৫ দিন ব্যাপী দীপাবলির উদযাপনের। এবছর ধনতেরাস পড়েছে ১০ নভেম্বর, শুক্রবার।

বিশ্বাস করা হয় যে, এদিন সমুদ্র মন্থন থেকে অমৃত পাত্র বের হয়েছিল এবং দেবতাদের চিকিৎসক ধন্বন্তরী সেই অমৃত পাত্র নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তাই স্বাস্থ্যের জন্য এদিন ধন্বন্তরীর পুজো করা হয়। এই বিশেষ দিনটিকে কুবেরের দিন হিসেবেও ধরা হয়। সম্পদ ও সমৃদ্ধির জন্য এদিন কুবের দেবের পুজো করা হয়। ধনতেরাসের দিন সোনা, রুপো ও নতুন পাত্র কেনার প্রথা রয়েছে।

ধনতেরাসে ধাতু কেনা শুভ (Dhanteras 2023 Auspicious Things To Buy)

আরও পড়ুন

ধনতেরাসে, ধাতু দিয়ে তৈরি যে কোনও জলের পাত্র কিনতে পারেন। এদিন গণেশ ও লক্ষ্মীর বিভিন্ন মূর্তি কিনুন। মাটি বা কোনও ধাতুর প্রতীপ কিনতে ভুলবেন না। এই বিশেষ দিনে সোনা ও রুপোর গয়না কেনাও খুব শুভ বলে মনে করা হয়। কথিত আছে এদিন কেনাকাটা করলে ধনসম্পদ ১৩ গুণ বৃদ্ধি পায়।

ধনতেরাসে কেনাকাটার শুভ সময় (Dhanteras 2023 Shubh Muhurat For Shopping)

* অভিজিৎ মুহুর্ত- ১০ নভেম্বর ধনতেরাসের সকাল ১১.৪৩ থেকে  বেলা ১২:২৬ পর্যন্ত।

ধনতেরাসে পুজোর শুভ সময় (Dhanteras 2023 Shubh Muhurat For Puja)

* প্রদোষ কাল - বিকেল ০৫:৩০ থেকে রাত ০৮:০৮ পর্যন্ত। 

* বৃষভ কাল - বিকেল ০৫:৪৭ থেকে সন্ধ্যে ০৭:৪৭ পর্যন্ত।

ধনতেরাসে এই বিষয়গুলি মাথায় রাখুন (Keep These Things In Mind On Dhanteras) 

ধনতেরসের আগে গোটা বাড়ি পরিষ্কার করুন। কুবের ও ধন্বন্তরীর একসঙ্গে পুজো করুন। এদিন শুধুমাত্র সোনা, রুপো, পিতল বা ইস্পাত কিনুন। এদিন ভুলেও লোহা বা প্লাস্টিকের জিনিস কিনবেন না। এই শুভ দিনে নিজের সামর্থ্য মতো দান করলে শুভ ফল মেলে।

Advertisement

ধনতেরাস পুজো বিধি (Dhanteras 2023 Puja Vidhi)

ধনতেরাসের সন্ধ্যায় উত্তর দিকে কুবের ও ধন্বন্তরীকে প্রতিষ্ঠা করুন। দু'জনের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। কুবেরকে সাদা মিষ্টি এবং ধন্বন্তরীকে হলুদ মিষ্টি নিবেদন করুন। প্রথমে 'ওম হ্রীম কুবেরায় নমঃ' জপ করুন। এরপর 'ধন্বন্তরী স্তোত্র' পাঠ করুন এবং প্রসাদ নিন। দীপাবলির দিন কুবেরকে ধনস্থানে রাখুন এবং ধন্বন্তরীকে ঠাকুরঘরে স্থাপন করুন।

ধনতেরাসে প্রদীপ দান (Donating Lamp On Dhanteras) 

ধনতেরাসের দিন, যমের জন্য ময়দা দিয়ে একটি চারমুখী প্রদীপ তৈরি করা হয় এবং বাড়ির প্রধান প্রবেশদ্বারে স্থাপন করা হয়। প্রদীপ জ্বালিয়ে দক্ষিণমুখী হয়ে যমের পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে, এদিন যমের পুজো করলে অকাল মৃত্যুর ভয় দূর হয়।

ধনতেরাসে প্রধান ফটকের দুই পাশে স্বস্তিক চিহ্ন রাখুন। ধনতেরাস থেকে ভাইফোঁটা পর্যন্ত বাড়ির মূল প্রবেশদ্বারে প্রার্থনা করুন। বাড়ির মূল প্রবেশদ্বারে দেবী লক্ষ্মীর প্রতীকী পা রাখতে ভুলবেন না। ধনতেরাস থেকে দীপাবলি পর্যন্ত প্রতিদিন মূল প্রবেশদ্বারের বাম দিকে ঘিয়ের প্রদীপ জ্বালান।


 

Read more!
Advertisement
Advertisement