আগামিকাল ১৮ অক্টোবর সারা দেশে পালিত হবে ধনতেরাস। এই দিনটিকে আবার অনেকে ধন ত্রয়োদশী নামেও ডাকেন। কথিত আছে, এই দিনেই সমুদ্রমন্থনের পর মা লক্ষ্মী প্রকট হয়েছিলেন। তাই এই দিন লক্ষ্মীর পাশাপাশি সমুদ্র ও ধনের দেবতা কুবেরের পুজোও করা হয়। শুধু তাই নয়, এ দিন আয়ুর্বেদের দেবতা ভগবান ধন্বন্তরিরও পুজো হয়। বলা হয়, এই দিন ভগবান ধন্বন্তরির পুজো করলে ঘরে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে।
তবে এ দিন শুধু পুজো নয়, সেই সঙ্গে ঝাড়ু, সোনা, বাসন বা কোনও উপকরণ কেনা খুবই শুভ। এর ফলে ঘরে সমৃদ্ধি আসে। যদিও এ দিন যে কোনও সময় নয়, বরং নির্দিষ্ট কিছু শুভ মুহূর্তেই কিনতে হবে এ সব জিনিস। তাহলেই সুফল পাবেন।
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি পড়ছে ১৮ অক্টোবর দুপুর ১২টা বেজে ১৮ মিনিটে। এই তিথি চলবে ১৯ অক্টোবর দুপুর ১টা বেজে ৫১ মিনিট পর্যন্ত।
ধনতেরাসে কোন সময় কিনবেন সোনা ও রুপো?
জ্যোতিষের কথা মানলে এই মুহূর্তগুলিতে কেনার জন্য সেরা হতে পারে-
১. প্রথম মুহূর্ত: সকাল ৮টা ৫০ থেকে ১০টা ৩৩ মিনিট
২. দ্বিতীয় মুহূর্ত: সকাল ১১টা৪৩ মিনিট থেকে দুপুর ১২টা ২৮ পর্যন্ত
৩. তৃতীয় মুহূর্ত: সন্ধে ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত।
কেনাকাটার সেরা মুহূর্ত
শুভ কাল: সকাল ৭টা ৪৯ মিনিট থেকে সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত
লাভ ও উন্নতি মুহূর্ত: দুপুর ১টা ৩২ মিনিট থেকে দুপুর ২টো বেজে ৫৭ মিনিট
অমৃতকাল: দুপুর ২ টো ৫৭ মিনিট থেকে বিকেল ৪টে বেজে ২৩ মিনিট পর্যন্ত
এই সময় ধনতেরাসের পুজো করুন
এ দিন পুজো করার সেরা সময় সন্ধে ৭টা বেজে ১৬ মিনিট থেকে রাত ৮টা বেজে ২০ মিনিট পর্যন্ত থাকবে। এই শুভ মুহূর্তে আপনি মা লক্ষ্মী, কুবের এবং ভগবান ধন্বন্তরির পুজো করুন। এনাদের উপাসনা সুখ ও সমৃদ্ধি এনে দেবে জীবনে।
ধনতেরাসে কী কিনবেন, কী নয়?
ধনতেরাসে সোনা, রুপো, বাসন, ঝাড়ু, মা লক্ষ্মীর প্রতিমা, কুবের যন্ত্র, গোমতি চক্র ও লক্ষ্মী মায়ের পায়ের ছাপ ইত্যাদি কিনতে পারে। অপর দিকে তেল, কালো রঙের কোনও কাপড় বা কাচের কোনও জিনিস কিনবেন না।