Advertisement

Diwali 2025 Bay leaf Trick: কয়েকটা তেজপাতা দীপাবলিতে বদলে দিতে পারে আপনার ভাগ্য, এভাবে

Diwali Cowrie Trick:  তেজপাতার এই প্রতিকার দেবী লক্ষ্মীকে খুশি করে। মা লক্ষ্মী স্বয়ং ঘরে আসেন। এতে ঘরে ধন-সম্পদ বৃদ্ধি পায়। আয়ের নতুন উৎস তৈরি হয়। সুখ এবং সমৃদ্ধি আমাদেরে বাড়িতে আসে। আসুন জেনে নেই তেজপাতা এই প্রতিকারগুলির কথা।

কোনও পরিশ্রম করতে হবে না, শুধু তেজপাতা খেলেই কমবে ওজনকোনও পরিশ্রম করতে হবে না, শুধু তেজপাতা খেলেই কমবে ওজন
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 Oct 2025,
  • अपडेटेड 12:01 AM IST

Diwali Cowrie Trick: দীপাবলির দিন আলোর আরাধনা যেমন হয়, তেমনই হয় মা লক্ষ্মীর পুজো। বিশ্বাস, যিনি এই দিনে দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারেন, তাঁর ঘরে আসে ধন, সমৃদ্ধি আর শান্তি। এমনই এক সহজ কিন্তু কার্যকর প্রতিকার হল তেজপাতা। হ্যাঁ, রান্নাঘরের পরিচিত এই পাতাই নাকি পারে মা লক্ষ্মীকে খুশি করতে। দেখে নিন, কীভাবে তেজপাতার সহজ উপায়ে বদলে যেতে পারে ঘরের পরিবেশ।

ঘরে আসবে ইতিবাচক শক্তি
কাজে অগ্রগতি থমকে গেছে? বারবার বাধা আর বিপত্তি? তাহলে তেজপাতার এই কৌশলটি কাজে লাগান। পাঁচটি তেজপাতার সঙ্গে পাঁচটি শুকনো লঙ্কা জ্বালিয়ে তার ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দিন। বিশ্বাস, এতে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে, আসবে ইতিবাচক পরিবেশ ও সাফল্যের সম্ভাবনা।

পারিবারিক শান্তির প্রতিকার
ঘরে কলহ, মনোমালিন্য বা বারবার দুঃস্বপ্ন দেখা— এই সমস্যারও নাকি সমাধান আছে তেজপাতায়। বালিশের নিচে একটি তেজপাতা রেখে ঘুমোলে দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়, আর পরিবারের মধ্যে শান্তি ও ভালোবাসা ফিরে আসে।

আরও পড়ুন

অর্থপ্রাপ্তির উপায়
খরচ বাড়ছে, হাতে টাকা থাকছে না? তেজপাতা এই সমস্যাতেও কাজে লাগতে পারে। একটি তেজপাতা মা লক্ষ্মীর পায়ের কাছে রাখুন, আরেকটি নিজের পার্সে রাখুন। বিশ্বাস, এতে অর্থের প্রবাহ বাড়বে এবং হঠাৎ অর্থাভাবের পরিস্থিতি আর আসবে না।

ইচ্ছাপূরণের কৌশল
যদি কোনও বিশেষ ইচ্ছা পূরণ করতে চান, একটি তেজপাতার উপর সিঁদুরের তিলক দিন। তারপর সেখানে নিজের ইচ্ছাটি লিখে রাখুন। এই তেজপাতা বাড়ির মন্দিরে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করুন। বলা হয়, এই উপায় ইচ্ছা পূরণের পথ খুলে দেয়।

কুনজর থেকে মুক্তি
বারবার অজানা বিপদ বা বাধা? নিন সাতটি তেজপাতা আর এক চামচ লবণ। এটি মাথার উপর সাতবার ঘুরিয়ে নিন, তারপর গাছের নিচে রেখে দিন। এই উপায় করলে কুনজর বা অশুভ প্রভাব দূর হবে বলে বিশ্বাস।

তেজপাতার গন্ধে যেমন রান্নায় স্বাদ বাড়ে, তেমনি বিশ্বাস সঠিকভাবে প্রয়োগ করলে জীবনে এনে দিতে পারে শান্তি, সাফল্য আর সমৃদ্ধি। দীপাবলির পবিত্র রাতে এই ছোট ছোট প্রতিকারই হয়তো খুলে দিতে পারে ভাগ্যের দুয়ার।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement