Advertisement

Durga Ashtami Sandhi Puja 108 Lotus And Pradip: মহাষ্টমীতেই মহিষাসুরকে বধ করেছিলেন দুর্গা! সন্ধিপুজোয় ১০৮ পদ্ম, প্রদীপ আবশ্যক কেন?

Durga Puja Rituals: পৌরাণিক কাহিনি অনুসারে, বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা, মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন। এদিন ভক্তেরা পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধানা করেন। দুর্গা পুজোর সঙ্গে জড়িত নানা রীতিনীতির মধ্যে, অনেক নিয়ম অনেকেরই অজানা।  

সন্ধিপুজোসন্ধিপুজো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2025,
  • अपडेटेड 12:04 PM IST

আলোর রোশনাইতে সেজে উঠেছে কলকাতা শহর ও রাজ্যের অলিগলি। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো। আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গাপুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে। দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠির দিন থেকে। তবে মহাষ্টমীর অঞ্জলি ও সন্ধিপুজো খুবই গুরুত্বপূর্ণ

পৌরাণিক কাহিনি অনুসারে, বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা, মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন। এদিন ভক্তেরা পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধানা করেন। দুর্গা পুজোর সঙ্গে জড়িত নানা রীতিনীতির মধ্যে, অনেক নিয়ম অনেকেরই অজানা।  

 

১০৮ প্রদীপ ও ১০৮ লাল পদ্ম    

আশ্বিনের শুক্লাষ্টমীর বিশেষ মাহেন্দ্রক্ষণে দেবী দুর্গার সন্ধি পুজো হয়। অষ্টমী ও নবমী তিথির শুভ সন্ধিক্ষণই আসলে সন্ধি পুজো। এই তিথিকে অত্যন্ত শুভ বলে মানা হয়। সন্ধি পুজোর সময় দেবী দুর্গার পায়ে উৎসর্গ করা হয় ১০৮ লাল পদ্ম। একই সময়ে জ্বালানো হয় ১০৮ প্রদীপ। 

 

পৌরাণিক কারণ

পুরাণ মতে, দেবী দুর্গা আবির্ভূত হন অষ্টমী ও নবমী তিথির মিলনক্ষণেই, দেবী চামুণ্ডা রূপে। চন্ড ও মুন্ড নামক দুই ভয়ানক অসুরকে এই সন্ধিক্ষণে বধ করেছিলেন দেবী। 

অন্যদিকে কৃত্তিবাসের রামায়ণে উল্লেখ আছে, রাক্ষসরাজ রাবণকে বধ করার জন্য আশ্বিন মাসেই রামচন্দ্র অকাল বোধন করেন। সেখানেও সন্ধি পুজোর বিশেষ তিথিতে দেবীকে ১০৮ পদ্ম নিবেদন করা হয়। সে সময় হনুমানকে দেবীদহ থেকে ১০৮ পদ্ম ফুল তুলে আনতে বলা হয়। কিন্তু সেখানে পাওয়া যায় ১০৭ পদ্ম। তখন রাম নিজে তাঁর পদ্ম সমান নেত্র দান করার ইচ্ছে প্রকাশ করেন। তখনই দেবী আবির্ভূত হয়ে বরদান করেন যে, তিনি রাবণের থেকে নিজেও সুরক্ষা সরিয়ে নেবেন। ষষ্ঠীর দিন রামচন্দ্র পুজো শুরু করেন। অষ্টমী এবং নবমী তিথির মাঝে রামের অস্ত্র প্রবেশ করে এবং দশমীর দিন রাবণের বিনাশ হয়।

Advertisement

 

সন্ধিপুজোর সন্ধিক্ষণ

পুরাণে আরও লিখিত আছে, অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির প্রথম ২৪ মিনিট অর্থাৎ মোট ৪৮ মিনিট হল সন্ধি পুজোর সন্ধিক্ষণ। অনেকে আবার সন্ধি পুজোর মাহেন্দ্রক্ষণে বলিদান দেন। কেউ সিঁদুর সিক্ত এক মুঠো মাসকলাই বলি দেন। মনে করা হয় সব অশুভ শক্তির দমন করেন দেবী দুর্গা। তাই খারাপ সময় ও দুষ্টের বিনাশ করতে কান্ডারী হয়ে প্রত্যেক বছর মা দুর্গার আগমন হয়। 

বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারে, 

মহাষ্টমী ২০২২-র নির্ঘণ্ট

* অষ্টমী তিথি শুরু- ১২ আশ্বিন, ইং ২৯ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১২।২৭ মিনিটে। অষ্টমী তিথি শেষ- ১৩ আশ্বিন, ইং ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১।৪৫ পর্যন্ত।

দেবীর পুষ্পাঞ্জলি কখন?

* সকাল ৯.৩০ মিনিট নাগাদ   

 সন্ধিপুজো কখন?

* বেলা ১।২১ থেকে দুপুর ২।৯-র মধ্যে হবে সন্ধিপুজো। 

বলিদান কখন?

এদিন বেলা ১।৪৫-এ বলিদান। 

 

Read more!
Advertisement
Advertisement