Advertisement

Durga Puja- Sandhi Puja Significance: সন্ধিপুজোয় ১০৮ পদ্ম- প্রদীপ আবশ্যক, জানেন কেন?

Durga Puja- Sandhi Puja Significance: দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে আছে অনেকগুলি নিয়মকানুন রীতিনীতি। যার মধ্যে অনেক নিয়ম অনেকেরই অজানা। জানেন কেন সন্ধি পুজোয় ব্যবহার করা হয় ১০৮ টি পদ্ম ফুল বা প্রদীপ?  

সন্ধিপুজোয় ১০৮ পদ্ম ও প্রদীপ আবশ্যক
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Oct 2023,
  • अपडेटेड 6:11 PM IST

আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে। দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। পৌরাণিক কাহিনি অনুসারে, বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা, মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন। এই দিন ভক্তেরা পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধানা করেন। 

দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে আছে অনেকগুলি নিয়মকানুন রীতিনীতি। যার মধ্যে অনেক নিয়ম অনেকেরই অজানা। জানেন কেন সন্ধি পুজোয় ব্যবহার করা হয় ১০৮ টি পদ্ম ফুল বা প্রদীপ?  

আশ্বিনের শুক্লাষ্টমীর বিশেষ মাহেন্দ্রক্ষণে দেবী দুর্গার সন্ধিপুজো হয়। বলা হয় অষ্টমী ও নবমী তিথির শুভ সন্ধিক্ষণই আসলে সন্ধিপুজো।  এই বিশেষ তিথিকে শুভ বলে মানা হয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলি বিশেষ নিয়ম। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল, দেবী দুর্গার পায়ে উৎসর্গ করা হয় ১০৮ টি লাল পদ্ম। সেই একই সময়ে জ্বালানো হয় ১০৮ টি প্রদীপ। 

পুরাণ মতে, দেবী দুর্গা আবির্ভূত হন অষ্টমী ও নবমী তিথির মিলনক্ষণেই, দেবী চামুণ্ডা রূপে। চন্ড ও মুন্ড নামক দুই ভয়ানক অসুরকে এই সন্ধিক্ষণে বধ করেছিলেন দেবী। 

অন্যদিকে কৃত্তিবাসের রামায়ণে উল্লেখ আছে, রাক্ষসরাজ রাবণকে বধ করার জন্য আশ্বিন মাসেই রামচন্দ্র অকাল বোধন করেন। সেখানেও সন্ধি পুজোর বিশেষ তিথিতে দেবীকে ১০৮ টি পদ্ম নিবেদন করা হয়। সেই সময় হনুমানকে দেবীদহ থেকে ১০৮ টি পদ্ম ফুল তুলে আনতে বলা হয়। কিন্তু সেখানে পাওয়া যায় ১০৭ টি পদ্ম। তখন রাম নিজে তাঁর পদ্ম সমান নেত্র দান করার জন্য ইচ্ছা প্রকাশ করেন এবং দেবী আবির্ভূত হয়ে বরদান করেন যে, তিনি রাবণের থেকে নিজেও সুরক্ষা সরিয়ে নেবেন। ষষ্ঠীর দিন রামচন্দ্র পুজো শুরু করেন। অষ্টমী এবং নবমী তিথির মাঝে রামের অস্ত্র প্রবেশ করে এবং দশমীর দিন রাবণের বিনাশ হয়। 

Advertisement

পুরাণে আরও লিখিত আছে, অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির প্রথম ২৪ মিনিট অর্থাৎ মোট ৪৮ মিনিট হল সন্ধিপুজোর সন্ধিক্ষণ। অনেকে আবার সন্ধিপুজোর মাহেন্দ্রক্ষণে বলিদান দেন। কেউ সিঁদুর সিক্ত এক মুঠো মাসকলাই বলি দেন। মনে করা হয় সব অশুভ শক্তির দমন করেন দেবী দুর্গা। তাই খারাপ সময় ও দুষ্টের বিনাশ করতে কান্ডারী হয়ে প্রত্যেক বছর মা দুর্গার আগমন হয়। 

বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারে, 

* ৪ কার্তিক, ইং ২২ অক্টোবর, রবিবার- মহাষ্টমী 

* পূর্বাহ্ণ ঘ ৯।২৮। মহাষ্টমী সন্ধ্যা ঘ ৫।১৮ পর্যন্ত পূর্বাহ্ণ মধ্যে। 

* শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টমীকল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা।

* পূর্বাহ্ণ মধ্যে বীরাষ্টমীব্রত ও  মহাষ্টমীর ব্রতোপবাস। 

সন্ধিপুজো 

সন্ধ্যা ঘ ৪।৫৪ গতে রাত্রি ঘ ৫।৪২ মধ্যে । সন্ধ্যা ঘ ৪।৫৪ গতে সন্ধিপূজারম্ভ। 

* বলিদান- সন্ধ্যা ঘ ৫।১৮ গতে বলিদান। 

* রাত্রি ঘ ৫।৪২ মধ্যে সন্ধিপূজা সমাপন।        
 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement