Advertisement

Durga Puja 2024- Goddess Durga Arrival- Departure: এবার এই বাহনে আসছেন দেবীর দুর্গা! উমার আগমন-গমনে মর্ত্যের খারাপ সময় কাটবে?

Durga Puja 2024: শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজোর কাউন্টডাউন। উমা আসছে বাড়িতে। শাস্ত্র মতে, বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমিতে গমন হয়।

দুর্গা পুজো ২০২৪ দুর্গা পুজো ২০২৪
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Sep 2024,
  • अपडेटेड 6:46 PM IST

বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো। বছরের নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলেই বাঙালিরা যে দিনগুলিতে সবার আগে চোখ যায়, তার মধ্যে দুর্গা পুজো একটি। গোটা বিশ্বের বাঙালি জাকজমকপূর্ণ এই উৎসব উদযাপন করেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী, দেবীর দুর্গার মর্তে আগমন ও গমন যে বাহনে, তার ওপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে। 

শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজোর কাউন্টডাউন। উমা আসছে বাড়িতে। শাস্ত্র মতে, বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমিতে গমন হয়। সাধারণত প্রতি বছর সপ্তমী ও দশমী কী বার পড়ছে তার ওপর নির্ভর করে দেবীর কিসে আগমন এবং গমন সেটা বোঝা যায়। এবছর মা দুর্গার আগমন শুভ  না অশুভ ইঙ্গিত? 

কোন বাহন কিসের প্রতীক? 

আরও পড়ুন

দোলা: দোলা অর্থাৎ পালকি হল মহামারী বা মড়কের প্রতীক। 

নৌকা: নৌকা বন্যার প্রতীক। আবার অনেকে মনে করেন, নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভাল ফসল হয় । 

গজ: গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়। 

ঘোটক: ঘোটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা। যুদ্ধ-বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত। 

২০২৪ সালে দেবী দুর্গার আগমন- গমন

এই বছর দেবী দুর্গার আগমন দোলায়, যার ফল মড়ক এবং গমন ঘোটকে, যার ফল ছত্রভঙ্গ। ফলে এটি অশুভ ইঙ্গিত। ২০২৩ সালে দেবীর আগমন ও গমন দুটোই হয়েছিল ঘটকে। শাস্ত্রে বলা আছে, কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ।  

২০২৪ সালের দুর্গাপুজোর দিনক্ষণ  

মহাপঞ্চমী- ৮ অক্টোবর, মঙ্গলবার

মহাষষ্ঠী - ৯ অক্টোবর, বুধবার

মহাসপ্তমী - ১০ অক্টোবর, বৃহস্পতিবার

মহাষ্টমী - ১১ অক্টোবর, শুক্রবার 

মহানবমী - ১১ অক্টোবর, শুক্রবার 

মহাদশমী - ১২ অক্টোবর, শনিবার 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement