Advertisement

Durga Puja 2025 Shasthi Timing: দেবী দুর্গার বোধন থেকে পুজো, জানুন ষষ্ঠীর সম্পূর্ণ নির্ঘণ্ট

Durga Puja Timing: আলোর রোশনাইতে সেজে উঠেছে কলকাতা শহর ও রাজ্যের অলিগলি। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো।

 ষষ্ঠীর নির্ঘণ্ট ষষ্ঠীর নির্ঘণ্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Sep 2025,
  • अपडेटेड 5:22 PM IST

দুর্গাপুজো এসে গেছে। কুমোরটুলি থেকে বেশিরভাগ মাতৃ প্রতিমা মণ্ডপে এসে গেছে। আলোর রোশনাইতে সেজে উঠেছে কলকাতা শহর ও রাজ্যের অলিগলি। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো।

আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গাপুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে। দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। 

পৌরাণিক কাহিনি অনুসারে, ষষ্ঠীর দিন দেবী দুর্গা তাঁর সন্তান- সরস্বতী, লক্ষ্মী, গণেশ এবং কার্তিককে নিয়ে মর্তে অবতরণ করেন। মহাষষ্ঠীর প্রাক্কালে দুর্গার বোধনের পর সমস্ত আচার-অনুষ্ঠান শুরু হয়। পুজো প্যান্ডেল,মন্দির, বনেদিবাড়ি এমনকি যেখানে দুর্গার আরাধনা করা হয়, সর্বত্র ঢাকের তালে মেতে ওঠেন সকলে। জানুন দেবী দুর্গার বোধন থেকে ষষ্ঠীর সম্পূর্ণ নির্ঘণ্ট। 

ষষ্ঠীর তারিখ 

২৮ সেপ্টেম্বর (বাংলায় ১১ আশ্বিন), রবিবার 

 ষষ্ঠীর নির্ঘণ্ট  

২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬। ৪৩ থেকে ২৮ সেপ্টেম্বর সকাল ১০। ৪৩ পর্যন্ত থাকবে ষষ্ঠী তিথি। 

* দেবী দুর্গার শতাধিক ষষ্ঠাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। 

* সন্ধ্যাবেলা দুর্গার বোধন আমন্ত্রণ ও অধিবাস।

দেবীর বোধন কখন? 

২৭ সেপ্টেম্বর সন্ধ্যাবেলা 

২০২৫-এ দেবী দুর্গার আগমন

২০২৫ সালে দেবী দুর্গার আগমন গজে, যার অর্থ বসুন্ধরা শস্য শ্যামলা হবে। 

২০২৫-এ দেবী দুর্গার গমন

দেবীর গমন দোলায়, যা মহামারী বা মড়কের প্রতীক। ফলে বলা যায়, এবার দুর্গার আগমন শুভ হলেও, গমন অশুভ ইঙ্গিত দিচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement