চলছে উৎসবের মরসুম। দুর্গাপুজো এসে গেছে। আলোর রোশনাইতে সেজে উঠেছে কলকাতা শহর ও রাজ্যের অলিগলি। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো।
দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন, এজন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয় হয়। আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে।
দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। এটি সকলেরই প্রায় জানা। তবে অনেকেরই অজানা, প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে। জানুন মহানবমীর গুরুত্ব ও নির্ঘণ্ট।
'সন্ধি পুজো' শেষ হলে শুরু হয় মহানবমী। নবমীর সন্ধ্যাবেলা, দেবীর 'মহা আরতি' করা হয়। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে।
মহানবমী ২০২৫-র নির্ঘণ্ট
* ১ অক্টোবর ( ১৪ আশ্বিন), বুধবার পড়েছে এবছরের মহানবমী
সন্ধিপুজো
* বেলা ১।২১ থেকে দুপুর ২।৯-র মধ্যে হবে সন্ধিপুজো।
মহানবমীর শুভ তিথি
পূর্বাহ্ন বেলা ১।৪৫ থেকে ১ অক্টোবর দুপুর ২।৩৬ পর্যন্ত মহানবমী তিথি থাকবে।
* শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত।
* বীরাষ্টমীব্রত ও মহাষ্টমীব্রতের পারণ।
২০২৫-এ দেবী দুর্গার আগমন
২০২৫ সালে দেবী দুর্গার আগমন গজে, যার অর্থ বসুন্ধরা শস্য শ্যামলা হবে।
২০২৫-এ দেবী দুর্গার গমন
দেবীর গমন দোলায়, যা মহামারী বা মড়কের প্রতীক। ফলে বলা যায়, এবার দুর্গার আগমন শুভ হলেও, গমন অশুভ ইঙ্গিত দিচ্ছে।